হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা: ৮ বছর পর ৩ জনের কারাদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাগর বর্মন (৯) নামে এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা মামলায় তিন তরুণকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কিশোরগঞ্জের দড়ি জাহাঙ্গীরপুর এলাকার রাকিব (২০), করিমগঞ্জের লামাপাড়া এলাকার আকাশ (২০) এবং নরসিংদীর কাজীকান্দী এলাকার সোহেল (২১)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নিহত সাগর বর্মন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি রাজীবপুর গ্রামের রতন বর্মণের ছেলে।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ‘২০১৬ সালের একটি হত্যা মামলায় তিনজনকে শিশু আইনে আদালত এই রায় ঘোষণা করেছেন। ঘটনার সময় তিন অপরাধী অপ্রাপ্তবয়স্ক ছিল।’

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় একটি টেক্সটাইলে শিশু সাগর বর্মনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। সাগর ওই টেক্সটাইলে শ্রমিক হিসেবে কাজ করত। ছোট হওয়ায় প্রায়ই আসামিরা সাগরকে বিভিন্ন কাজের জন্য গালাগাল দিত। জবাবে পাল্টা প্রতিবাদ করত সাগর। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাগরের পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করে।

এই ঘটনায় সাগরের বাবা রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি