Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিয়ে করায় নবদম্পতিকে চাকরিচ্যুত করার অভিযোগ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বিয়ে করায় নবদম্পতিকে চাকরিচ্যুত করার অভিযোগ 

বিয়ে করায় পোশাক শ্রমিক নবদম্পতিকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে ঢাকার আশুলিয়ায় অবস্থিত এক কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে এ বিষয়ে কথা হয় ভুক্তভোগী শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে।

নবদম্পতিরা হলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিট এশিয়া লিমিটেডের পোশাক শ্রমিক মোমিনুল ইসলাম শামীম ও লিমা আক্তার। তাঁরা দুজনেই প্রাপ্ত বয়স্ক এবং তাঁদের গ্রামের বাড়ি রংপুরে। 

জানা যায়,  গত শুক্রবার বিয়ে করেন এই দম্পতি। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। গত শনিবার কারখানায় গেলে তাদের অ্যাডমিন কক্ষে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয় বলে অভিযোগ করেন শ্রমিক দম্পতি। 

এ ব্যাপারে নিট এশিয়া কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, এর আগে শামীমের প্রথম স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে সম্পর্ক করছে। এ নিয়ে এলাকার মানুষজন যখন তাঁকে ধরছিল তখন সে একটা কাবিন নামা নিয়ে অফিসে আসছিল। ওই মেয়েটা তার পরদিন থেকে আর অফিসে আসেনি।   আমরা জানি শামীমের প্রথম স্ত্রী আছে। দ্বিতীয়টাও তো বললাম। এটা তাঁর তৃতীয় বিয়ে। সে বলেছে আগের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। তাঁকে বলা হয়েছে এর আগে তুমি এমন কাজ করছ, তোমাকে সতর্ক করা হয়েছে। তুমি তারপরেও এমন একটা কাজ করলা.. এ রকম বলার পরে মান সম্মানের ভয়ে তাঁরা আর অফিসে আসেনি। তাঁদেরকে চাকরি ছাড়তে বলা হয়নি বলে জানান এই কর্মকর্তা। 

শামীম কারখানার সুপারভাইজার হিসেবে প্রায় আট বছর যাবত কাজ করতেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, এটা তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগের স্ত্রীকে ইতিমধ্যে তালাক প্রদান করা হয়েছে। আমাকে তাঁরা হেনস্তা করে রিজাইন দিতে বলে। রিজাইন দিলে আমাকে এ মাসের ১৮ দিনের বেতন দেবে বলে জানায়। কিন্তু আমি এর চেয়েও বেশি টাকা পাব। আমার প্রথম স্ত্রী কখনই এই অফিসে এসে ঝামেলা করে নাই। অন্যদের কাছ থেকে শুনে আমার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। আমার কারণে তো কারখানার কোনো  ক্ষতি হয়নি। তবে প্রথম বিয়ের পর এই কারখানার অন্য শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তবে তাঁকে বিয়ে করেননি বলে এই প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন শামীম।  

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা