হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরের পানিতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে গোসল করতে নেমে মো. আলমগীর (২০) ও রনি (২২) নামের দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদীতে তাঁরা নিখোঁজ হন। 

নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। 

নিখোঁজ দুই পর্যটকই পিকআপচালক। তাঁদের মধ্যে আলমগীর ঢাকার গেন্ডারিয়া এলাকায় থেকে পিকআপ চালান এবং রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালান। 

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দুটি পর্যটক টিম নিকলীতে আসে। এর মধ্যে একটি টিমে ২৫ থেকে ২৬ জন এবং অপর টিমে ৩০ থেকে ৩৫ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই শুক্রবার দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে নদীতে গোসল করতে পানিতে নামেন। এ সময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ থাকেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তাঁদের কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ দুই পর্যটকের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও ওসি জানান। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা