ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তখন আটকে থাকা যানবাহন দ্রুত পারাপার করা হয়।