নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিএনপির মহাসমাবেশের সময় গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. মোহনকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মোহন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পল্টন থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহন নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ছাড়া তিনি কেরানীগঞ্জ, রাজধানীর কোতোয়ালি, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ নাশকতা কার্যক্রমে সরাসরি জড়িত। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।