Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

৬ মামলায় মির্জা আব্বাসের জামিন, তিন মামলায় নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬ মামলায় মির্জা আব্বাসের জামিন, তিন মামলায় নামঞ্জুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন ৬ মামলায় পৃথক পৃথক আদেশে জামিন দেন।

একই সঙ্গে পৃথক আরও তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। 

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করায় মির্জা আব্বাস মুক্তি পাচ্ছেন না।

আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৪ মামলা ও রমনা থানার দুই মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। অন্যদিকে পল্টন থানার দুই মামলায় ও রমনা থানার এক মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে।

গত রোববার ৯ মামলায় জামিন আবেদন করার পর আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার আদালত তাঁকে ৯ মামলায় গ্রেপ্তার দেখান। 

মির্জা আব্বাসকে গত ১ নভেম্বর এক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়। কমপক্ষে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এর মধ্যে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৯টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোতে তাঁর জামিনের আবেদন শুনানি করা এত দিন সম্ভব হয়নি। ঢাকায় রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলায়ও মির্জা আব্বাসের নাম রয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় এসব মামলা হয়।

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা