হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নবজাতকসহ ২ জনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা থেকে এক মেয়ে নবজাতক ও ঢাকা নার্সিং কলেজের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ আলী জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স একদিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতককে কেউ কাপড়ে মুড়িয়ে এরপর বাজারের ব্যাগে ভরে সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে ঢাকা নার্সিং কলেজের গেটের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল সংলগ্ন ঢাকা নার্সিং কলেজের গেটের পাশে ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। অসুস্থের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি