টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুস সাত্তার (৭০)। বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বার্ধক্যের কারণে তাঁর মৃত্যু হয়।
যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির লাশের দায়িত্বে থাকা ইঞ্জি. গিয়াস উদ্দিন বলেন, গতকাল বুধবার রাতে নেত্রকোনা জেলা থেকে জামাত নিয়ে ইজতেমা ময়দানে এসেছিলেন তিনি। পরে আজ দুপুরে তাঁর মৃত্যু হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের বুদু মিয়ার ছেলে ইউনুস মিয়ার মৃত্যু হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে জামাল উদ্দিনের মৃত্যু হয়।
প্রথম ধাপে ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত তিনজন মুসল্লির মৃত হয়েছে।