হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঝড়-বৃষ্টি নেই তবুও ভেঙে পড়ল গাছ 

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

ঝড়-বৃষ্টি নাই তবুও শত বছরের পুরোনো আম গাছটি রাস্তায় ভেঙে পড়েছে। এতে কোন প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে রাস্তা, বিদ্যুৎ ও ডিশের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। 

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেঙে পড়া আমগাছটি রাস্তা থেকে সরানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছেন একদল উদ্ধারকর্মী। 

জুই আবাসিক ভবনের বাসিন্দা মিসেস ইকবাল বলেন, ঝড় নেই, বৃষ্টি নেই কিন্তু হঠাৎ করে আমার সামনেই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল গাছটি। এ সময় বিকট শব্দে ভয়ে আঁতকে উঠি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মিসেস ইকবাল আরও বলেন, প্রতিদিন বিকেলে আমরা এই গাছের নিচ দিয়েই ঘোরাঘুরি করতাম। গতকাল ঘটনার কিছুক্ষণ আগেও আমি গাছটির নিচে ছিলাম। তখন পড়লে গাছের নিচে পড়ে আমিও মরে যেতাম। 

স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, বয়সের ভারেই আমগাছটি ভেঙে পড়েছে। একসময় এই উপজেলা চত্বর ছিল জমিদারদের বাগান বাড়ি। তখন এই গাছটি লাগান হয়েছিল। গাছটির বয়স ১০০ বছরের ওপরে হবে। দিনের বেলায় এই ঘটনাটি ঘটলে অনেক লোকের প্রাণহানি ঘটত। 

এমন পুরোনো সকল গাছ কেটে নতুন করে আবার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান তাঁরা। 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, উপজেলা চত্বরের বেশির ভাগ গাছগুলোর বয়স ১০০ বছরের ওপরে হবে। ফলে গাছের ডালপালায় অনেক আগাছা জন্মে রোগাক্রান্ত হয়ে অনেক গাছ মরে যাচ্ছে। তাই প্রাণহানি ঘটার আগেই রোগাক্রান্ত গাছগুলো কেটে ফেলে পুনরায় গাছ লাগাতে হবে। 

এ ব্যাপারে ইউএনও আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, উপজেলা পরিষদ চত্বরের পুরোনো ও রোগাক্রান্ত গাছগুলো বাছাই করার জন্য একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭