নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ভুক্তভোগী গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইভ্যালির প্রতারিত ভুক্তভোগী গ্রাহকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে ইভ্যালির প্রতারিত ভুক্তভোগী গ্রাহকবৃন্দের প্রধান সমন্বয়ক আবিদ খান বলেন, ‘আমরা বিগত সরকারের সময়েও দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই সরকার জনগণের সরকার। আমাদের ন্যায্য দাবি। আমরা কেন টাকা ফেরত পাব না।’
মানববন্ধনে অবিলম্বে গ্রাহকদের পাওনা পরিশোধ এবং ইভ্যালির সিইও মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের দেশ ছাড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়।