Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বাসচাপায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বাসচাপায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিক্ষুব্ধ পথচারীরা জানান, ওই ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস তাঁকে চাকায় পিষ্ট করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

টঙ্গী পশ্চিম থানার এসআই ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স

তত্ত্বাবধায়কের দুর্নীতিতে সরকারের গচ্চা ১৪ লাখ