উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে পুলিশকে হামলাকারী দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে মূল হোতা আব্দুর রউফ হাতে ছুরি ও এসএস পাইপ নিয়ে টিনের চালে অবস্থান করছেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে শান্ত করতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।
তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ১ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার চতুর্থ তলা ভবন থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে ওই দুজনকে আটক করা হয়।
এর আগে তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে আজ রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, এরপর সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মূল হামলাকারী আব্দুর রউফকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার হাতে একটি ছুরি ও একটি এসএস পাইপ রয়েছে। ছুরি ও পাইপ নিয়ে ওই হামলাকারী টিনের চালে অবস্থান করছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হামলাকারীকে আটক করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ মো. নাসির উদ্দিন ও পুলিশ কর্মকর্তারা তাঁকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু কোনো অবস্থাতেই হামলাকারী শুনছেন না। সর্বশেষ তাকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে বলে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ঘটনাস্থলের ওই বাড়িতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরাও রয়েছেন। সেই সঙ্গে ঘটনাস্থলের বাড়িটিকে ঘেরাও করে রেখেছেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।