হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আশিকুর রহমান (২৫) নামের আরও দুই যুবক। গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের আমিরাবাগ বাদামগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় সিএনজি স্টেশনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহের সময় বিকট শব্দে সিএনজি স্টেশনের মেশিন ও সিলিন্ডার ফেটে যায়। এ সময় গ্যাস সরবরাহকারী রনিসহ তিনজন কর্মচারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই রনির মৃত্যু হয়। অপর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় নামবিহীন একটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। ওই স্টেশনে একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা