Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২ 

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আশিকুর রহমান (২৫) নামের আরও দুই যুবক। গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের আমিরাবাগ বাদামগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় সিএনজি স্টেশনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহের সময় বিকট শব্দে সিএনজি স্টেশনের মেশিন ও সিলিন্ডার ফেটে যায়। এ সময় গ্যাস সরবরাহকারী রনিসহ তিনজন কর্মচারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই রনির মৃত্যু হয়। অপর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় নামবিহীন একটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। ওই স্টেশনে একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান