হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে সেবা বন্ধ রেখে বসন্ত উৎসব, রোগীদের ভোগান্তি

ফেনী প্রতিনিধি

ফেনীতে রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে সদর হাসপাতালে বসন্তবরণ উৎসব করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরোনো ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গান-বাজনা নিয়ে আনন্দে মেতে ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 

এদিকে, দিনটিতে সরকারিভাবে নির্ধারিত কোনো ছুটি না থাকলেও বসন্তবরণ উৎসব চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফলে সরকারি হাসপাতালটির আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসা চার শতাধিক রোগী সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম নামে এক নারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এসে চিকিৎসকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও পাইনি। হাসপাতালে উৎসব তাই সেবা দেরি হচ্ছে শুনেছি।’ পরে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেবেন বলে হাসপাতাল ত্যাগ করেন। 

চিত্তরঞ্জন নামে এক বৃদ্ধ বলেন, ‘সারা রাত কোমর ব্যথায় কষ্ট করেছি। সকালে ডাক্তার দেখিয়ে সমস্যা থেকে মুক্তি পাব ধারণা করেছি, এখন কোথায় যাব বুঝতে পারছি না। এ ধরনের আয়োজন অন্য সময় করলে ভালো হতো।’ 

শফিকুর রহমান নামে আরেক রোগী চিকিৎসককে না পেয়ে কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন-‘দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি কিন্তু কেউ জানাচ্ছে না চিকিৎসক কোথায় আছেন। হাসপাতালের কাউকে জিজ্ঞেস করলেও ধমক দেন।’ 

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন