হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নে সুপারস্টার গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আজ শনিবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে গজারিয়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বড় কোনো হতাহত নেই, সেই সঙ্গে ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছে, কোম্পানিটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে আসন্ন গরমকে কেন্দ্র করে মালামালের চাহিদা বেড়ে যাওয়ায় শনিবার দিনও উৎপাদন চলছিল। দুপুর দুইটার দিকে ফ্যান ও লাইট তৈরির দুই ইউনিটের মাঝখানে খালি জায়গায় বাঁশ ও ট্রিপল দিয়ে বানানো অস্থায়ী শেডে আগুন দেখতে পায় শ্রমিকেরা। মূল গোডাউনে মালামাল সংকুলান না হলে অস্থায়ী ওই শেডে মালামাল রাখা হতো।

ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আমরা অগ্নি নির্বাপণে কাজ শুরু করি। প্রথমে দুটি ইউনিট ছিল, পরে পার্শ্ববর্তী উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। দাউদকান্দি উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেওয়ার কথা থাকলেও আগুনের তীব্রতা কমে আসায়, তাদের আসতে না করেছি। তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’

রিফাত মল্লিক আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে কোম্পানির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা রাজি হননি।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩