হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ইটভাটা থেকে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে দেলোয়ার হোসেন (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ । তেঁতুলঝোরা ইউনিয়নের উত্তর মেইটকা এলাকার একটি ইটভাটা থেকে গতকাল সোমবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। তরুণের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেলোয়ার হোসেন পরিবারের সঙ্গে তেঁতুলঝোরা ইউনিয়নের ঝাউচর এলাকায় থেকে রিকশাভ্যান চলাতেন । তাঁর বাবার নাম নূর নবী। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী থানার চরকল্লা গ্রামে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে দেলোয়ার হোসেন নিখোঁজ ছিলেন। স্থানীয়রা গতকাল সোমবার সন্ধ্যায় মেইটকা এলাকার এবিএম ইটভাটার উত্তর পাশের প্রাচীরের ভেতরে তাঁর লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।’

ওসি মোহাম্মদ জুয়েল মিয়া আরও বলেন, ‘দেলোয়ার হোসেনের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে হত্যার পর লাশ ইটভাটায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭