Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বসতবাড়িতে আগুন, যুবক দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে বসতবাড়িতে আগুন, যুবক দগ্ধ
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও মুদিদোকান পুড়ে গেছে। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে সিআরসির ২ নম্বর গেটের সামনে আবুল হাশেম প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে সজীব নামের একজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে বাড়ির ১১টি কক্ষ ও একটি দোকানের সব মালপত্র পুড়ে গেছে।

বাড়ির দেখভালকারী আলমগীর বলেন, ‘রাত ২টার দিকে বাসায় আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না। তবে বাড়ির সামনের ও পেছনের গেট বাইরে থেকে বন্ধ ছিল।’

শান্তা আক্তার নামের এক ভাড়াটে জানান, দোকানে প্রথম আগুন লাগে। তারপর পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। আগুনে তাঁর সব জিনিস পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১