হোম > সারা দেশ > ঢাকা

এবারের নববর্ষে আলোর পথে আহ্বান ছায়ানটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলা নববর্ষ উদ্‌যাপনে নিজেদের প্রস্তুতি জানাতে শুক্রবার ধানমন্ডির ছায়ানটে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। প্রতিষ্ঠানটি যেভাবে নিজস্ব ধারায় অনুষ্ঠান সাজিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আজ শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট আয়োজিত বর্ষবরণের এবার ৫৮তম আয়োজন। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনই এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি, হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই।’

লাইসা আহমদ লিসা জানান, সকাল সোয়া ৬টায় ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে আয়োজন। অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।

রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ রয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আয়োজনে মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।

ছায়ানটের বর্ষবরণের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্‌জীদা খাতুনকে ছাড়া এই অনুষ্ঠান হতে যাচ্ছে। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন তিনি।

ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘তাঁর (সন্‌জীদা খাতুন) অনুপস্থিতিতে প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। তিনি যে ধারার সংস্কৃতি ও সংগীতচর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন সেটি বহমান রাখতে পারি। এটিই তাঁর জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। সংবাদ সম্মেলন শুরু হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে। শেষ হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কবি নজরুলের’ গান গেয়ে।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী