হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ধরা পড়ল ১১ কেজির বোয়াল, ২০ হাজারে বিক্রি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১০: ৪৫
হরিরামপুরে পদ্মায় ধরা পড়া ১১ কেজির বোয়াল। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুরে জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে শুকুর আলী নামের জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

আন্ধারমানিক আড়তের জেলেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে শুকুর আলী পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জাল টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য আজ শুক্রবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন তিনি। পরে ১১ কেজির বোয়ালটি ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।

মৎস্য শিকারি শুকুর আলী বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পদ্মায় জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।’

হরিরামপুরে পদ্মায় ধরা পড়া ১১ কেজির বোয়াল। ছবি: আজকের পত্রিকা

আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘১১ কেজির বোয়াল মাছটি আড়তে ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। আরেক আড়তদার সুমন তা কিনেছেন।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম আজকের পত্রিকাকে বলেন, ‘হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।’

ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা

দোহারে ট্রাক, পিকাপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাকে জখম: গ্রেপ্তার ব্যক্তি হামলাকারী নন, বাদী ও ভুক্তভোগীদের দাবি