নরসিংদীর শ্রীনিধি-মেথিকান্দা রেলওয়ে স্টেশনে মাঝামাঝি রায়পুরা উপজেলার চান্দেরকান্দি এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূইয়া।
রেলওয়ে স্টেশন কতৃপক্ষ জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করে শ্রীনিধি-মেথিকান্দা স্টেশনের মাঝামাঝি রায়পুরা উপজেলার চান্দেরকান্দি এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের মাঝামাঝি একটি বগির সামনের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। চাকা দুটোর বিকট শব্দ করে ট্রেন থেমে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেথিকান্দা রেলস্টেশনে স্টেশনের সিগন্যাল রক্ষণাবেক্ষণকারী মাজিদুল ইসলাম বলেন, মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনের মাঝামাঝি একটি বগির সামনের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। সামনের কনটেইনারগুলো মেথিকান্দা স্টেশনে রাখা হয়েছে। পেছনের কনটেইনারগুলো ভৈরব স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত কনটেইনারটি পড়ে আছে। ভৈরব থেকে মেথিকান্দা রেলস্টেশনে ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।
মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূইয়া বলেন, ডাউন লাইনে (বিকল্প লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই কনটেইনারটি উদ্ধার করা হবে।