Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

নরসিংদীর শ্রীনিধি-মেথিকান্দা রেলওয়ে স্টেশনে মাঝামাঝি রায়পুরা উপজেলার চান্দেরকান্দি এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূইয়া। 

রেলওয়ে স্টেশন কতৃপক্ষ জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করে শ্রীনিধি-মেথিকান্দা স্টেশনের মাঝামাঝি রায়পুরা উপজেলার চান্দেরকান্দি এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের মাঝামাঝি একটি বগির সামনের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। চাকা দুটোর বিকট শব্দ করে ট্রেন থেমে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিমেথিকান্দা রেলস্টেশনে স্টেশনের সিগন্যাল রক্ষণাবেক্ষণকারী মাজিদুল ইসলাম বলেন, মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনের মাঝামাঝি একটি বগির সামনের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। সামনের কনটেইনারগুলো মেথিকান্দা স্টেশনে রাখা হয়েছে। পেছনের কনটেইনারগুলো ভৈরব স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত কনটেইনারটি পড়ে আছে। ভৈরব থেকে মেথিকান্দা রেলস্টেশনে ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। 

মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিমেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূইয়া বলেন, ডাউন লাইনে (বিকল্প লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই কনটেইনারটি উদ্ধার করা হবে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে