Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

২৭ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন কিশোরগঞ্জের ৩ উপজেলা 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৭ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন কিশোরগঞ্জের ৩ উপজেলা 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৩টি ইউনিয়নে ২৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল সোমবার দুপুরে ১১টা থেকে আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

দুপুরের পর থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) প্রকৌশলী ও কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে। 

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে সোমবার বেলা ১১টা থেকে কিশোরগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ রাখা হয়েছে। এতে হাওরাঞ্চলের তিন উপজেলার কয়েক লাখ মানুষ ২৮ ঘণ্টা ধরে অন্ধকারে রয়েছে। 

এ দিকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে হাওরাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অধিকাংশ মোবাইল কোম্পানির সিম নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় যোগাযোগের ক্ষেত্রেও ভোগান্তির সম্মুখীন হচ্ছে। 

মিঠামইন সদর ইউনিয়নের নাসরিন আক্তার বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকা অনেক ভোগান্তির।’ 

এই বিষয়ে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকজন লাইন পরীক্ষা করে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেছে।’ 

তিনি আরও বলেন, ‘হাওরে বিদ্যুৎ না থাকলে মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক থাকে না। এটা আরেক ভোগান্তির নাম। মোবাইল কোম্পানিগুলোর গ্রাহক সেবা বাড়ানো দরকার।’ 

এ বিষয়ে মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল উদদীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছ-গাছালি পড়া ও বৈদ্যুতিক পুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। আকাশের অবস্থা একটু ভালো হওয়ায়, আমরা চেষ্টা করছি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে।’ 

পবিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৪টি ইউনিয়নের ২৩টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে মিঠামইন জোনাল অফিস। তিন উপজেলায় প্রায় ৭৪ হাজার গ্রাহকের, অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা উপজেলার আংশিক জায়গায় ২০ হাজার গ্রাহক রয়েছে।

ডেমরায় এলাকাবাসীর সঙ্গে যুবদলের সংঘর্ষ, আহত ৮

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস