হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল বিএনপির নেতা-কর্মীদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আগামীকাল বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল করেছে থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এই মশাল মিছিলে অংশ নেন নেতা–কর্মীরা।

মশাল বের করার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আজ সন্ধ্যায় মিছিল বের করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে নেতা–কর্মীরা টঙ্গী বাজার এলাকায় চলে যায়।’

স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী একটি মিছিলে মশাল হাতে নিয়ে আগামী দুই দিনের অবরোধ সফল করার স্লোগান দেন। এ সময় নেতা–কর্মীরা মহাসড়কে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে মিছিলটি টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে আরও অংশ নেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিশির সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রচার সম্পাদক আরাফাত মিন্টু, গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদুল হাসান রাজু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনিজুর রহমান খান পিন্টু, মহানগর যুবদলের আহ্বান সদস্য রিগান রহমান, টঙ্গী পূর্ব থানার ছাত্রদল নেতা রিসালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।

মিছিল শেষে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকারে জাবেদ আহমেদ সুমন বলেন, ‘টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মশাল মিছিল করেছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়