হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে ছুরিকাঘাতে আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হোসেন নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। 

নিহত জিন্নত আলী (৬৫) উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারের সঙ্গে তার ছেলে বাবুল হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থানীয় মুরুব্বী হিসেবে জিন্নত আলী মাসখানেক আগে বাবুল হোসেনকে বকা দেওয়াসহ শাসন করেন। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় একটি মুদি দোকানের সামনে বাবুল হোসেন জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান। 

নিহতের ভাই উজ্জত আলী মাতবর বলেন, ‘মাদকাসক্ত বাবুল হোসেন আমার ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে নিহত জিন্নত আলী ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন