হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর সাভারে মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন ছিল কলেজপড়ুয়া আফিকুল ইসলাম সাদ। তিন দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সে। 

আজ মাগরিব নামাজের পর দড়গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা শফিকুল ইসলাম। 

আফিকুল (১৭) সাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে সাদ বড়। ও লেখাপড়া করে ডাক্তার হবে সেই আশায় ভালো কলেজে ভর্তি করেছিলাম। কিন্তু আমার সব আশা শেষ হয়ে গেল। গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সাদ। পরে তাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে চলে যায়।’ 
 
সাদের মরদেহ প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এরপর ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ও সবশেষ তার নিজ গ্রাম মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা করে দাফন সম্পন্ন হয়।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন