কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় রাফিন পালোয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিসা উত্তরপাড়ায় ফোরকানিয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিন জালিসা গ্রামের আশরাফুল পালোয়ান মনিরের ছেলে।
স্বজনরা জানান, সকাল ৬টার দিকে আরবি পড়তে ফোরকানিয়া মাদ্রাসা যাচ্ছিল রাফিন। কালিগঞ্জ-কাপাসিয়া সড়কের পাশে জালিসা উত্তরপাড়া পাঞ্জেগানা জামে মসজিদে ও ফোরকানিয়া যাওয়ার জন্য সড়কটি অতিক্রম করতে গিয়ে ট্রাকের চাপায় তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পিছু ধাওয়া করে কালীগঞ্জ থানার আজমতপুর এলাকায় চালকসহ ট্রাকটি জব্দ করে গ্রামবাসী।
এ ব্যাপারে কাপাসিয়া থানা-পুলিশ উপপরিদর্শক মিজানুর রহমান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম জানান, চাঁদপুর ইউনিয়নে ট্রাকের চাপায় একটি ছেলে মারা যাওয়ার খবর পেয়েছি। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। যদি অভিযোগ দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।