হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে মারধরে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ মোড়ে মারধরে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম রাহাত হাসান বিপু (৫৩)। তিনি আবাসিক হোটেল রোজ ভিউয়ের ম্যানেজার ছিলেন। 

আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাঁর মরদেহ শনাক্ত করেন স্ত্রী রুবিয়া আক্তার। 

রুবিয়া আক্তার জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে। বাবার নাম মৃত আব্দুল হাকিম। তাঁর স্বামী সায়েদাবাদ আবাসিক হোটেল রোজ ভিউয়ের ম্যানেজার ছিলেন। ওই হোটেলেই থাকতেন। 

রুবিয়া আক্তার বলেন, ‘গত মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে কে বা কারা আমার স্বামীকে মারধর করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আমার স্বামীকে যারাই হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল মরদেহের সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, সায়েদাবাদ জনপদ মোড়ে কতিপয় দুষ্কৃতকারী ভিকটিমকে এলোপাতাড়ি লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় বুধবার দুপুরে ভিকটিমকে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ শনাক্ত করেন ভিকটিমের স্ত্রী। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে গত বুধবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর সায়েদাবাদ এলাকায় মারধরের শিকার হয়ে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। নিহত বাকি দুজন হলেন শিক্ষার্থী সাইফ আরাফাত শরীফ (১৯) ও শিক্ষার্থী সাইদুল ইসলাম ইয়াসিন (১৯)। সেদিনই সাইফ ও ইয়াসিনের পরিবার মরদেহ নিয়ে যায়। 

বুধবার সকালে মুমূর্ষু অবস্থায় দুই শিক্ষার্থীকে স্কাউট সদস্য ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া বেলা ১টার দিকে আনা হয় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ। আজ তাঁর পরিচয় শনাক্ত হলো। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে (বুধবার) সায়েদাবাদ এলাকা থেকে দুজনকে সারা শরীরে কালিমাখা মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর দুপুরে সারা শরীরে কালিমাখা অবস্থায় আরও একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭