হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে স্থগিত হওয়া লালন স্মরণোৎসব ২৩ ফেব্রুয়ারি

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লালন স্মরণোৎসব নিয়ে আলোচনা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে স্থগিত হওয়া লালন স্মরণোৎসবের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি। লালন স্মরণোৎসব ২৩ ফেব্রুয়ারি মধুপুর অডিটরিয়ামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার রাত ৮টায় উৎসব কমিটির আহ্বায়ক সবুজ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১২ ফেব্রুয়ারি মধুপুর বাসস্ট্যান্ডে লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিল। হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়েছিল।

লালন সংঘের আহ্বায়ক ফরহাদ হোসেন তরফদার জানান, আজ সন্ধ্যায় হেফাজতে ইসলাম, কওমি ওলামা পরিষদ ও লালন সংঘের প্রতিনিধিদলের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মেজর শোয়েব, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, মধুপুর লালন সংঘের উপদেষ্টা এস এম শহীদ, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সাহা, অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সবুজ মিয়া, হেফাজতে ইসলাম মধুপুরের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাও. মাহমুদউল্লাহ, কারি মোদাচ্ছের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য