হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সড়কে ড্রেজার পাইপ, মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রবিন খান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবিন খান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বালিরটেক চেগারঘোনা বেড়ি বাঁধ সড়কের হাটিপাড়া ইউনিয়নের কাজিকোলায় এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রবিন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। রবিনের বয়স যখন ৩-৪ বছর, তখন তার বাবা ট্রাক দুর্ঘটনায় মারা যান বলে স্থানীয়রা জানান।

রবিনের প্রতিবেশী মোমিন খান বলেন, বালিরটেক-বেড়ি বাঁধ সড়কের কাজিকোলায় সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। সেই পাইপ আবার মাটি দিয়ে ঢেকে দেওয়ায় স্পিড ব্রেকারের চেয়ে উঁচু হয়েছে। রবিন বাইক চালিয়ে আসার সময় সড়কের ও পাইপের ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে বাড়ি এসেছিল সে।

রবিনের মামা রউফ মোল্লা বলেন, কাজিকোলা এলাকায় রাস্তার মাঝ দিয়ে ড্রেজার পাইপ নিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রবিন সড়কের পাশে পরে যায়। পরে মানিকগঞ্জে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার শ্যামলীতে একটি হাসপাতালে নেওয়া হলে রাত এগারোটার দিকে মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানা ওসি এসএম আমানউল্লাহ বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের কালিকোলায় রবিন খান নামের এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পরে গুরুতর আহত হন। পরে ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩