Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে হামলা, থানায় ওলামা পরিষদের স্মারকলিপি

সাভার (ঢাকা) প্রতিনিধি 

ইজতেমা ময়দানে হামলা, থানায় ওলামা পরিষদের স্মারকলিপি
বিশ্ব ইজতেমা ময়দানে নিহত ও আহতের ঘটনার প্রতিবাদে আশুলিয়া থানায় স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আশুলিয়া থানায় স্মারকলিপি প্রদান করেছেন ওলামা পরিষদের সদস্যরা। আজ সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে ওলামা মাশায়েখ, তাবলিগ সাথি ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। স্মারকলিপি গ্রহণ করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) আবদুল বারিক।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওলামা পরিষদের আশুলিয়া থানার সভাপতি আবু জাফর কাশেমীসহ অন্যরা।

ইজতেমা ময়দানে হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে আবু জাফর কাশেমী বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলিগ নামধারী বিপথগামী, পথভ্রষ্ট, উগ্র, সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে। এ ছাড়া অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লি, ওলামা নৃশংস হামলার শিক্ষার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি ও সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

স্মারকলিপি প্রদান ও সংক্ষিপ্ত সমাবেশে ওলামা পরিষদের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে তারা নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করেন।

রাজধানীর মতিঝিলে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেত্রী নিশিকে

ফরিদপুরে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজার শুরু, ক্রেতাদের স্বস্তি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

বিয়াম ফাউন্ডেশনের ঘটনা পরিকল্পিত নাশকতা: বহুমুখী সমবায় সমিতি

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন গৃহবধূ