হোম > সারা দেশ > ঢাকা

মৃত নবজাতকের পাশে চিরকুট ‘দয়া করে কেউ দাফন করুন’

টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে একটি মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের লাশ পাওয়া গেছে। একটি কার্টনে রাখা ওই লাশের সঙ্গে ছিল একটি চিরকুট। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই নবজাতকের লাশ পাওয়া যায়।

কার্টনে নবজাতকের লাশের সঙ্গে থাকা চিরকুটে লেখা, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ কার্টনে ১ হাজার টাকাও পাওয়া গেছে।

টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। রাইস কুকার কার্টনের ভেতর থেকে উদ্ধার করা নবজাতকের লাশ দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার লোকজন ভিড় করে।

সিঙ্গুরিয়া পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ‘সকালে মক্তব শেষে বাড়িতে কাজ করছিলাম। এ সময় খবর আসে, মসজিদের পাশে একটি রাইস কুকার ফেলে রাখা হয়েছে। রাইস কুকারের কার্টন দেখে কেউ কেউ ধারণা করছিল, ভেতরে অন্য কিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না।’

গোলাম মোস্তফা আরও বলেন, ‘এরপর মসজিদে গিয়ে দেখি, সামনের দরজার পাশে কার্টনটি রাখা। মসজিদ কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি, ভেতরে একটি মৃত নবজাতক। সঙ্গে একটি চিরকুট। পরে খবর দিলে পুলিশ এসে মৃত নবজাতককে উদ্ধার করে।’

এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কার্টনসহ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য