Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে ২ বাসের মধ্যে চাপায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

যাত্রাবাড়ীতে ২ বাসের মধ্যে চাপায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মধ্যে চাপায় এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় জানা যায়নি। তাঁর বয়স হবে আনুমানিক ৩০ বছর।

আজ বুধবার বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী গোমতী পেট্রলপাম্পের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পরিবহন শ্রমিক মো. বাবু জানান, ওই পাম্পের কর্মচারী সে। তবে তার নাম জানেন না তিনি। পাম্পের ভেতরে ঢুকতে কয়েকটি বাস সিরিয়ালে ছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ওই যুবক। দেখতে পেয়ে দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ইলিশ পরিবহনের বাসের চালক পেছনের দিকে যাচ্ছিল। এ সময় পেছনে দাঁড় করিয়ে রাখা বিএমএফ নামে একটি বাসের মাঝে চাপা পড়েন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থেকে পথচারীরা এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান দুই বাসের চাপায় আহত হয়েছিলেন। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স