নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আদি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের বিরোধ বহু পুরোনো। এ বিরোধ নিয়ে হাতাহাতি, মারামারি তো বটেই, খুনাখুনিও কম হয়নি। আজ সেই বিরোধে পানি ঢেলে দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। নিউমার্কেটের ভয়াবহ আগুন নেভাতে দিনভর যত পানি ছিটানো হয়েছে, তার প্রায় সবই নেওয়া হয়েছে ঢাকা কলেজ চত্বরের পুকুর থেকে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলছিলেন, আগুন লাগার খবর আসে আজ শনিবার সাতসকালে। এরপর সবার আগে ঝাঁপিয়ে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী বলেন, ‘সাহ্রি খাওয়ার পর আমরা বিশ্রামে ছিলাম। হঠাৎ খবর এল মার্কেটে আগুন লেগেছে। এ খবর শুনে কেউ কি বসে থাকতে পারে? সবাই মিলে নেমে পড়লাম আগুন নেভাতে।’
শিক্ষার্থী আরাফাত বললেন, ‘আগুন নেভানো শুরু হতে না-হতেই ফায়ারের পানি ফুরিয়ে যায়। আমরা তখন ফায়ারকে বলি কলেজের ভেতরে পুকুর আছে। এরপর ফায়ারের কর্মীরা একে একে ১৫টি পাম্প বসিয়ে পানি তুলতে থাকে। পানির পাইপ যাতে গাড়ি পর্যন্ত যেতে কোনো সমস্যা না হয়, সে জন্য কলেজের সীমানা দেয়ালও ভেঙে ফেলা হয়।’
ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেন, ‘আমরা হলাম প্রতিবেশী। এমন বিপদের দিনে আমরা বসে থাকব কী করে। যা যা লাগে সবই করব। আমাদের সব ছেলে সাহায্য করবে।’
দিনভর ঢাকা কলেজের এই সহযোগিতায় কৃতজ্ঞ নিউমার্কেটের ব্যবসায়ীরা। হারুন নামের এক ব্যবসায়ী বললেন, ‘ওরা তো আমাদের প্রতিবেশী। ঝগড়াঝাঁটি যা-ই হোক, বিপদে তো তারাই আগে আসবে। ওরা যে আমাদের ভালো প্রতিবেশী, সেটা কিন্তু এবার প্রমাণ দিয়েছে। আশা করি এ বন্ধন অটুট থাকবে।’
আরও পড়ুন: