Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে আহত যুবকের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি

সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে আহত যুবকের ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাথায় ব্যান্ডেজ অবস্থায় নিয়ে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। টিকিটে তাঁর নাম লেখা রয়েছে মনির। তবে পরিচয় কেউ নিশ্চিত করতে পারছেন না। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাথায় ব্যান্ডেজ অবস্থায় সেই যুবককে অ্যাম্বুলেন্সযোগে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অ্যাম্বুলেন্সচালক মো. আলী মিয়া ও হেলপার শাকিল জানান, তাঁরা ইবনে সিনা হাসপাতালের অধীনে অ্যাম্বুলেন্স চালান। তাঁদের মালিক মিজান ফোন কল করে দ্রুত পপুলার হাসপাতালে যেতে বলেন। তিনি বলেন, একজন রোগীকে বাড্ডায় নিয়ে যেতে হবে। তাঁরা ধানমন্ডির সিটি কলেজের পাশে পপুলার হাসপাতালে পৌঁছালে হাসপাতালের জরুরি বিভাগ থেকে লোকজন দ্রুত এই যুবককে মাথায় ব্যান্ডেজ অবস্থায় অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেন। পরে তাঁরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা ওই যুবকের কোনো পরিচয় জানেন না। এই যুবক কোথায় কীভাবে আঘাত পেয়েছেন সে ব্যাপারেও কিছু জানাতে পারেননি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিটে ‘মনির’ নাম কীভাবে এল এমন প্রশ্নের জবাবে চালক ও হেলপার উভয়ে জানান, কে বা কারা টিকিট কেটে মনির নাম বসিয়ে দিয়েছে, তাঁদের সেটা জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সায়েন্সল্যাবে সংঘর্ষের সময় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পরে তাঁকে পার্শ্ববর্তী পপুলার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডির পপুলার হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে টিকিটে মনির নাম লেখা আছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। 

এর আগে ঢাকা কলেজ এলাকায় আহত অজ্ঞাতনামা এক যুবককে (২৫) গুরুতর অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল ৫টার দিকে তাঁকে ঢামেকে আনা হয়। তিনি সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান