Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানি থেকে সিঙ্গাইর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযুক্ত মো. সানোয়ার হোসেন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকার তোফাজ্জল হোসেন ফকিরের ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক। 

অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর স্থানীয় বিএনপি নেতা সানোয়ার হোসেন জামির্ত্তা ইউনিয়নের ভিন্নডাঙ্গী এলাকার মাজাকাত হারুন প্রকল্প কোম্পানিতে (অ্যাগ্রো ফার্ম) গিয়ে তিন কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ২১ আগস্ট রাতে প্রতিষ্ঠানটিতে মো. সানোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ২০–২৫ জন লোক প্রবেশ করেন। 

ওই রাতে তাঁরা সেমিপাকা ঘরের গ্রিল, দরজা, জানালা, কেচি গেট, টিউবওয়েল, পানির মোটর, পানির শ্যালো মেশিন এবং কৃষিকাজের ওষুধাদির মেশিন, প্রায় ৩০ টন রড, ৮টি সাইনবোর্ড ও পল্লী বিদ্যুতের ১টি মিটার, ট্রান্সমিটারের ভেতরের যন্ত্রাংশ, চারটি সিলিং ফ্যানসহ প্রায় ৪৫ লাখ টাকার বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যান। এ সময় তাঁরা প্রতিষ্ঠানের ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেন।

কোম্পানির ম্যানেজার খোরশেদ আলম বলেন, সানোয়ার হোসেনসহ চক্রটি তিন কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে এই কোম্পানিকে এলাকায় ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয় তিনি।

অভিযুক্ত মো. সানোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির যে অভিযোগ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ইতিপূর্বেও খোরশেদ আলম আমাকে একটি মিথ্যা মামলা দিয়েছিল। ওই মামলায় আমি বর্তমানে জামিনে আছি। এসব মামলা হয়রানিমূলক ও পরিকল্পিত।’ 

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, যদি বিএনপির কোনো নেতা-কর্মী কারও বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠান দখল, লুটপাট ও চাঁদাবাজি করে, সে ক্ষেত্রে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কয়েক দিন আগেও দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ‘লুটপাট ও চাঁদা দাবির একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল