Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাইবার অপরাধ নিবারণ ও তথ্য প্রদানে সিআইডির অ্যাম্বাসেডর হবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার অপরাধ নিবারণ ও তথ্য প্রদানে সিআইডির অ্যাম্বাসেডর হবে শিক্ষার্থীরা

সাইবার অপরাধ নিবারণ ও তথ্য প্রদানে শিক্ষার্থীরা সিআইডির অ্যাম্বাসেডর হবে বলে আশা প্রকাশ করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেছেন, শিক্ষার্থীরা সাইবার অপরাধ বিষয়ে প্রশিক্ষণের পর থেকে সিআইডির অ্যাম্বাসেডর হিসেবে সাইবার অপরাধ নিবারণ এবং সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য সিআইডিকে অবহিত করবে। 

আজ শনিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ শীর্ষক এক সেমিনারে এই আশা প্রকাশ করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) আটটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। 

মোহাম্মদ আলী মিয়া বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য। সাইবার বুলিং, সাইবার হ্যারেজমেন্ট, আনইথিক্যাল কনটেন্ট, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যারসহ সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীরাই আগামীতে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা ডিজিটাল অ্যাওয়ারনেস বিল্ডআপের মাধ্যমে সাইবার অপরাধ নিবারণে সক্রিয় হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিআইডির সঙ্গে যৌথভাবে কাজ করবে। 

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সিআইডির ডিজিটাল ফরেনসিক বিভাগের পুলিশ সুপার মুহাম্মদ সামছুল হক, প্রফেসর ড. খান সরফরাজ আলী, সিআইডির অতিঃ ডিআইজি (প্রশাসন) তানভির হায়দার চৌধুরী। 

সেমিনার শেষে সাইবার নিরাপত্তায় করণীয় সম্পর্কে সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সব সময় আপডেট রাখা, অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ব্যাংক অ্যাকাউন্টসহ সব জায়গায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় সেনসিটিভ তথ্য শেয়ার না করা, স্প্যাম ইমেইলের অ্যাটাচমেন্ট না খোলাসহ বেশ কিছু পরামর্শ দেন। 

সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। পরে শিক্ষার্থীরা সিআইডির ফরেনসিক ল্যাব সমূহ পরিদর্শন করেন। 

সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য সিআইডি সাইবার ইউনিটের (০১৭৩০৩৩৬১৯৭ / ০১৩২০০১০১৪৮) নম্বরে, ফেসবুক আইডি ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ব্যর্থ, উনাকে সরিয়ে দেওয়া হোক: ইলিয়াস কাঞ্চন

নির্বাচনের দাবি উঠলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উঠেছে না: নিহতের স্বজনেরা

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

আনিসুল হক ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‘৬ মাস কোর্স করে ডাক্তার পদবি ব্যবহার করতে চায়’

চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: পরিকল্পনাকারী ও সহযোগী দুই ভাই গ্রেপ্তার

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩

রায় অমান্য করে পুনরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা আটকে পুলিশের লাঠিপেটা

তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক