হোম > সারা দেশ > ফরিদপুর

পেঁয়াজের দাম কমানো সম্ভব হচ্ছে না: বাণিজ্যসচিব

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার আগে পেঁয়াজের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম এখন বাংলাদেশে যেমন বেশি, ভারত ও মিয়ানমারেও দাম বেশি। যে কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে, ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসলে পেঁয়াজের দাম কমে আসবে।’ 

আজ শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

ডিম, আলুর দাম কমতে শুরু করেছে উল্লেখ করে সচিব বলেন, ‘সাধারণত দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। আমাদের শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। এখন আলু ও ডিমের ঘাটতি দেখা দেওয়ার কারণে ডিম ও আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর আমদানি শুরু হওয়ার পর থেকে কিন্তু বাজারে দামও কমতে শুরু করেছে।’ 

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ। 

এ সময় ৭৭ হাজার ৬০৫ জনের জন্য টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা