হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় যোগদানের আগে টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও তিনি তাঁর বাসা পরিবর্তন করেননি। কয়েকদিন আগে তিনি ছুটিতে টাঙ্গাইলের বাসায় আসেন। 

আজ শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনীর আওতায় আনতে পুলিশ কাজ করছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন