Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দেশের ৫৪ নদী দূষণমুক্ত করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৫৪ নদী দূষণমুক্ত করতে আইনি নোটিশ

দেশের ৫৪টি নদী দূষণমুক্ত করতে এবং একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে সোমবার-অর্থ, পরিকল্পনা, জনপ্রশাসন, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, নৌ পরিবহন, শিল্প, পরিবেশ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।

নদীসমূহের দূষণের উৎস চিহ্নিতকরণ, দূষণকারীদের তালিকা তৈরি, দূষণ প্রতিরোধ এবং দূষণকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে নোটিশে। এ ছাড়া দূষণকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, অতি দূষিত ও প্রাণহীন নদীগুলোকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা এবং সেই অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দাবিও জানানো হয়েছে।

নদীগুলোর মধ্যে ঢাকা বিভাগের-বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী, মেঘনা, বালু, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিলপদ্ম, কীর্তিনাশা, সুতি, পারুলি, চিলাই, কালিগঙ্গা, পদ্মা, বানার, লৌহজং ও বংশী। রাজশাহী বিভাগের-যমুনা, করতোয়া, গঙ্গা, আত্রাই, নারোদ ও ইছামতী। রংপুর বিভাগের-তিস্তা ও খড়খড়িয়া। চট্টগ্রাম বিভাগের-কর্ণফুলী, হালদা, বিল ডাকাতিয়া ও তিতাস। খুলনা বিভাগের ময়ূর, ভৈরব, রূপসা, মাথাভাঙ্গা, পশুর, কাকশিয়ালী, গড়াই, মধুমতি ও কুমার। বরিশাল বিভাগের-কীর্তনখোলা, সুগন্ধা, লোহালিয়া, তেঁতুলিয়া, খাকদোনা ও শিববাড়ীয়া। সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, সুতাং, সোনাই, কোরাঙ্গী, বরাক ও ধোলাই। এছাড়া ময়মনসিংহ বিভাগের-ক্ষীরু নদী।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন