হোম > সারা দেশ > মাদারীপুর

বাইকের তেল বাকি না দেওয়ায় দোকানিকে পিটিয়ে আহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পাওনা টাকা ফেরত চাওয়ায় শফিকুল ও সবুজ নামে দুই দোকানিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নদীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত দুজন সম্পর্কে আপন ভাই। তাঁরা ওই ইউনিয়নের মুজাফ্ফরপুর গ্রামের ইদ্রিস হাওলাদার ছেলে।

জানা গেছে, সফিকুল (৩৫) ও সবুজ (৩০) দুই ভাই শিবচর উপজেলার নদীর পাড় বাজারে একটি দোকান পরিচালনা করেন। দোকানটিতে একই সঙ্গে বিকাশ, ফেক্সিলোড ও জ্বালানি তেলও বিক্রি হয়। কয়েক দিন আগে ওই দোকান থেকে বাকিতে তেল নিয়েছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার চুন্নু খানের ছেলে সাদ্দাম খাঁ।

আজ সকালে সাদ্দাম কয়েকজন যুবককে নিয়ে আবার ওই দোকানে বাকিতে মোটরসাইকেলের জন্য তেল চাইলে কথা-কাটাকাটি একপর্যায়ে দোকানি সবুজকে গাছের ডাল ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর ভাই শফিকুল এগিয়ে আসলে তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

আহত শফিকুল বলেন, ‘কয়েক দিন আগে সাদ্দাম খাঁ বাকিতে তেল নিয়ে যায়। আজ সকালে কয়েকটি মোটরসাইকেলে নিয়ে এসে আবার বাকিতে তেল চায়। এ সময় আগের টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এগিয়ে গেলে তারা আমাকেও পেটায়। পরে দোকানের টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।’ 

আহত সবুজ বলেন, ‘আমাদের ওপর হামলার পরে তারা দোকানের নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, ফ্যানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তারা লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে