টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে গোসলে নেমে নুর ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি ঘাটাইল উপজেলার গারোবাজার নতুন বাজার গ্রামের আ. ছামাদের ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নুর ইসলামসহ পাঁচ বন্ধু ছাত্রাবাসের পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে সাঁতরে এপার থেকে ওপার যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের চেষ্টায় পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
ঘাটাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পুকুরে ডুবুরি দল নামার মুহূর্তে মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। পরে লাশটি পুকুর থেকে উদ্ধার করি।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার কেটে পুকুরের এপার হতে ওপারে যাওয়ার সময় মাঝখানে ডুবে যায় নূর ইসলাম যা অন্য বন্ধুরা টের পায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’