হোম > সারা দেশ > ঢাকা

সাভারের নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে একটি হাসপাতালে ‘ভুয়া’ নার্স দিয়ে ডেলিভারির সময় নবজাতক মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। গণমাধ্যমে নবজাতক মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। গতকাল রোববার আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সকালে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন তিনি। 

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. জয়নব আক্তার। সদস্যসচিব হিসেবে আরএমও ডা. সাইদুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আশিকুর রহমান, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. নাজমুল হুদা মিঠু এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল। 

ডা. সায়েমুল হুদা বলেন, শিশুমৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন অবধি কোনো অভিযোগ পাইনি। তবুও প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে গতকাল রোববার সাভারের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার নাগরিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রসবের সময় নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, ডেলিভারির সময় দুজন ভুয়া নার্স ও একজন আয়া ব্যতীত কোনো চিকিৎসক ছিলেন না। এ নিয়ে আজকের পত্রিকায় রবিবার ‘‘সাভারে ‘ভুয়া’ নার্স দিয়ে ডেলিভারি, নবজাতকের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের আলোকেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে