Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ২

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জে একাধিক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় জিতু রাঢ়ি ও লিটন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। 

ঘটনার পরপরই হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম ও গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিনের নেতৃত্বে জামালপুর ও বালুয়াকান্দি গ্রামে অভিযান চালায় পুলিশ। তবে ঘটনার পর থেকেই জড়িতরা গা ঢাকা দেওয়ায় ওই দিন কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল হক জানান, অভিযান অব্যাহত আছে। অচিরেই জড়িতরা আইনের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত ৮টার দিকে জামালপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একাধিক মামলার আসামি ফিরোজ কসাইয়ের ছেলে লিটনকে ২৫ পিছ ইয়াবাসহ ও বালুয়াকান্দি গ্রামের মৃত হাফেজ রাঢির ছেলে জিতু রাঢিকে গ্রেপ্তার করে। তাঁকে নিয়ে থানায় ফেরার পথে লিটনের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের এসআই নুরুল হক ও কনস্টেবল মুসাকে পিটিয়ে আহত করে আসামি লিটন ও জিতু রাঢ়ি কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় রাতেই এসআই নুরুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, ‘পুলিশের ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনসহ মোট ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।’ 

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা