মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে একটি ভেকু মেশিন অচল করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
এ সময় তিনি বলেন, ‘কেউ অনুমোদন না নিয়ে ফসলি জমির মাটি কাটতে পারে না। আমরা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য গিয়ে কাউকে পাইনি। সেখানে একটি ভেকু মেশিন অচল করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে কেউ মাটি কাটলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’