রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজিরবাগ এলাকার রাস্তা থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মীর হাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বাঁ পা ও হাতের রগ কাটা। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে।
এসআই আবদুল করিম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরনে ছিল কালো শার্ট, কোট ও গ্যাবার্ডিন চেক প্যান্ট। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।