হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীর সড়কে পড়ে ছিল অজ্ঞাতনামা ব্যক্তির হাত-পায়ের রগ কাটা লাশ

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৩
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৩
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজিরবাগ এলাকার রাস্তা থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মীর হাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বাঁ পা ও হাতের রগ কাটা। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে।

এসআই আবদুল করিম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরনে ছিল কালো শার্ট, কোট ও গ্যাবার্ডিন চেক প্যান্ট। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পূর্বঘোষণা ছাড়া পলিকন প্লাস্টিক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের ২০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

‘অযৌক্তিক’ ভ্যাট প্রত্যাহার করা না হলে রেস্তোরাঁ বন্ধের হুমকি

হত্যা মামলায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে