হোম > সারা দেশ > টাঙ্গাইল

পুকুরে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর গ্রামে একটি গভীর জলাশয়ে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাহজান আলী (৬০) ও নুরুল ইসলাম (৫৫)। দুজনেই কৃষক

মঙ্গলবার (১৪ জুন) বাড়ির পাশের জলাশয়ে তাঁদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় সন্ধানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শাহজাহান আলী ও নুরুল ইসলাম বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে খেতের আল পরিষ্কার করছিলেন। এলাকাটি বেশ নির্জন ও নিচু জলাভূমি। সকালে কাজ করতে গিয়ে দুপুরে খাবার খেতে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান। বিকেল ৪টার দিকে এলাকাবাসী শাহজাহান আলীর মরদেহ একটি সদ্য খননকৃত পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে এলাকাবাসী পানি থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

শাহজান আলীর স্ত্রী জায়েদা বেগম বলেন, দুই ভাইয়ের কেউই সাঁতার জানতেন না। জায়েদার ধারণা দুই ভাইয়ের মধ্যে কোনো একজন প্রথমে পানিতে ডুবে যান। ভাইকে উদ্ধার করতে গিয়ে অপরজন পানিতে নেমে ডুবে মারা যান। পুকুরটি কমপক্ষে ১০ ফুট গভীর হবে বলে জানান তিনি। 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি