Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিমি এলাকায় যান চলাচলে ধীর গতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিমি এলাকায় যান চলাচলে ধীর গতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। গতকাল সোমবার থেকে ঈদযাত্রায় চাপ বেড়েছে ঘরমুখী মানুষের। সড়কে সড়কে চলছে প্রচুর যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি। যাত্রী পরিবহন করছে কিছু ট্রাক-পিকআপও। 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে। গতকাল যানজটে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ওই পথের যাত্রীদের। আজ মঙ্গলবার দুপুরের দিকেও টাঙ্গাইলে ১২ কিলোমিটার সড়কজুড়ে যানবাহন থেমে থেমে চলছে।

ধীর গতির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহনের ভিড় দেখা গেছে। চন্দ্রা থেকে এলেঙ্গা চার লেনের সড়ক হলেও এলেঙ্গা থেকে সেতুর পূর্ব পর্যন্ত দুই লেনের সড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। গাড়ির ধীর গতির কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন নারী-শিশু ও বয়স্ক মানুষেরা।

তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, গাড়ি কোথাও থেমে নেই। গাড়ির চাপ বেশি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিগগিরই গাড়ির চাপ কমে যাবে বলে আশা করছেন তাঁরা। কাল মহাসড়কে তেমন একটা চাপ থাকবে না। বিশেষত পোশাকশ্রমিকেরা সবাই একযোগে রওনা হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। গার্মেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় একসঙ্গে যাত্রীদের চাপ বেড়েছে। তবে পরিস্থিতি সকালের তুলনায় এখন কিছুটা ভালো।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু