Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে বিএনপির ১২ নেতাকে বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএনপির ১২ নেতাকে বহিষ্কার

ফরিদপুরে বিএনপির ১২ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বহিষ্কৃত নেতাদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলায় রয়েছে চার জন। তারা হলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ ও মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা। 

বোয়ালমারী উপজেলায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এসএম বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধার সম্পাদক কামরুজ্জামান হাছান, উপজেলা বিএনপির সদস্য স্বপন ব্রহ্ম, জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্যা, বৈদেশিক বিষয়ক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সদস্য আতিয়ার রহমান। এ ছাড়া মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমানকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা সকলে ফরিদপুর-১ আসনের বাসিন্দা। ওই আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর। 

তিনি বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন। পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান এবং ফরিদপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নে (নোঙর প্রতীক) নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘ফরিদপুর-১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে, কোন প্রার্থীর পক্ষে নেমেছেন সে বিষয়ে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।’ 

তিনি আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।’

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি