হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফেরি বন্ধ থাকায় আসতে পারল না ফায়ার সার্ভিস, ৪ বাড়ি পুড়ে ছাই

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি বসতবাড়ি। স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আজ মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শরীফপুর গ্রামের দারোগা আলীর ছেলে বিপুল মিয়া, জুটেল মিয়া, ফয়সাল মিয়ার চারটি বসতঘর, গোয়ালঘর, নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি এবং আরও দুটি ঘর।

আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও মিঠামইন ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক হারুনুর রশিদ বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করি। সাড়া না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে মিঠামইন ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. আফসার উদ্দিন বলেন, ‘কল পেয়ে আমরা ফেরিঘাটে গিয়েছি। কিন্তু তখন ফেরি বন্ধ থাকায় যেতে পারিনি। পরে খবর পেলাম, আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭