রাজবাড়ী প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ পথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘ফেরি চলাচল করছে। ফেরি বন্ধের এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে আবহাওয়া যদি খারাপ থাকে, অর্থাৎ বৈরী আবহাওয়ায় যদি ফেরি চলাচল বাধাগ্রস্ত হয়, সে সময় বন্ধ রাখা হবে। এই নৌপথে ছোট–বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে।’