মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক বোরহান উদ্দিন মুফতি (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপাশার কাঁঠালিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন মুফতি উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দারাদিয়া এলাকার শাহা মুফতির ছেলে। আহত রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, রাতে রাজৈর থানার মোড় থেকে মোটরসাইকেলে চালিয়ে নিজ বাড়ি একই উপজেলার পূর্ব দারাদিয়ায় ফিরছিলেন কাঠমিস্ত্রি বোরহান মুফতি ও রাব্বি। বদরপাশার কাঁঠালিয়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই চালক বোরহানের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর আরোহী রাব্বি। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।